News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৯:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

পাগলা কুকুরের আক্রমণে দিশেহারা ঝিনাইদহবাসী

পাগলা কুকুরের আক্রমণে দিশেহারা ঝিনাইদহবাসী

ঝিনাইদহ, প্রতিনিধি: জেলায় মানুষ এখন দিশেহারা। কেননা প্রতিদিন বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হচ্ছে জেলাবাসী। সদর হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর ভিড় প্রতিদিন বেড়েই চলেছে। এ জেলা ছাড়াও মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে থেকেও শতাধিক জলাতঙ্ক রোগী এ হাসপাতালে ভ্যাকসিন নিতে আসছে।

জেলা সদর হাসপাতালের ইপিআই বিভাগের স্টাফ নার্স মোছা কার্মিলা নিউজবাংলাদেশকে জানান, ২০১৪ সালের নভেম্বর মাস থেকে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গত সাড়ে চার মাসে প্রায় ২২ জনকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে।

তিনি বলেন, নভেম্বর মাসে ৬১৯ জন, ডিসেম্বরে ৬৪৫ জন, ২০১৫ সালের জানুয়ারি মাসে ২৮৫ জন, ফেব্রুয়ারি মাসে ৪২৫ এবং মার্চ মাসের ১১ তারিখ পর্যন্ত ২০৩ জনকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অপূর্ব কুমার সাহা নিউজবাংলাদেশকে জানান, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় কুকুরের পাশাপাশি বিড়াল, গরু, বাঁদর, ছাগল, খোরগোশ, ছুঁচো এবং ইঁদুরে কামড়ানো নারী-পুরুষও ভ্যাকসিন নিতে আসছে।

তিনি আরো জানান, পাশপাশের জেলায় রেবিস ভ্যাকসিন না থাকায় সেসব জেলা থেকেও রোগীরা এ হাসপাতালে ছুটে আসছে। এসব রোগীর চাপ সামলাতে প্রতিদিন  হিমসিম খাচ্ছে স্টাফ নার্সরা।

কালীগঞ্জ ও কোটচাঁদপুর থেকে আসা কয়েকজন রোগী জানায়, হাসপাতাল থেকে বিনামুল্যে রেবিস ভ্যাকসিন নিতে পেরে তারা খুশি। বাইরে রেবিস ভ্যাকসিন অনেক ব্যয়বহুল।

জেলায় কুকুরের উপদ্রপ বাড়লেও পাগলা কুকুর নিধনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়