সন্তু লারমার সফরের প্রতিবাদে ডাকা হরতালে ৫ জন আহত
বান্দরবান প্রতিনিধি: জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার সফরের প্রতিবাদে ডাকা হরতালে বান্দরবানে বুধবার সহিংসতার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। জাগো পার্বত্যবাসী ব্যানারে এ হরতাল পালিত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন ও দলীয় কাজে তিন দিনের সফরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বান্দরবান সফরে আসেন। এর প্রতিবাদে ডাকা হরতালের সমর্থকরা সকাল থেকে বালাঘাটা ও সদরের ট্রাফিক চত্বরে মিছিল সমাবেশ ও পিকেটিং করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে হরতাল-সমর্থকরা বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের একটি বেইলি সেতুর পাটাতন তুলে ফেলে। পরে সেনাসদস্যরা এসে সেতুটি মেরামত করেন।
জনসংহতি সতিমির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কে এস মং মারমার অভিযোগ করেন, সন্তু লারমা আসার পরই বালাঘাটায় হারতাল-সমর্থকদের সঙ্গে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন সদস্য আহত হন। তাঁদের চারজনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক চত্বরে সংঘর্ষ ও হামলার ছবি তুলতে গিয়ে স্থানীয় একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তাঁর ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ওই সাংবাদিক।
সংঘর্ষের শুরু হওয়ার পর পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম