দ্বিতীয় দিনেও উল্লাসে ভাসছে বাংলাদেশ
ঢাকা: অগ্নিঝড়া মার্চে বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলকে ধরাশায়ী করার পর পার হয়ে গেছে প্রায় ২৪ ঘণ্টা। তারপরও বর্ণিল উৎসব ও আনন্দের যেন শেষ নেই। এখনো উৎসবে মুখর হয়ে আছে সারাদেশ।
রাজধানী থেকে শুরু করে দেশজুড়ে হয়েছে বিজয় মিছিল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রাঙ্গণে হয়েছে সবচেয়ে বড় বিজয় মিছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা খণ্ড খণ্ড বিজয় মিছিল মিলিত হয় মধুর ক্যানটিনে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মধুর ক্যানটিন থেকে একটি বড় শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাড়াও সাধারণ মানুষও এ বিজয়ের মিছিলে অংশ নেন।
ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া সারাদেশেই বিজয়ের মিছিল হয়েছে। স্কুল, কলেজ, পাড়া মহল্লায় অলিতে গলিতে বিজয়ের উল্লাস করেছে সাধারণ মানুষ।
টাইগারদের বিজয় উৎসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) প্রধান কার্যালয় ছিলো স্লোগান মুখরিত। জয়ের পর থেকেই মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মধ্যরাত পর্যন্ত উৎসব করেছে ক্রিকেট ভক্তরা।
রাজধানীর হাতির ঝিলে দুপুর ২টায় কয়েক শত খুদে স্কুল শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছে। সাব্বির নামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাংলাদেশের জয়ের অনুভূতি নিয়ে জানান, আমরা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছি। আমরা বিশ্বকাপ জয় করবো। আমাদের মাশরাফি-রুবেল ভাইরা ইংল্যান্ডকে হারিয়েছে। আমি চাই টাইগাররা বিশ্বকাপ জয় করে দেশে আসুক।
উল্লেখ যে, আইসিসির ক্রিকেট বিশ্বকাপে সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। একই ম্যাচে ইতিহাস সৃষ্টি করেছে জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে আইসিসির ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম