News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ১০ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

আবেদকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ব্র্যাকের

আবেদকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ব্র্যাকের

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতীয় রূপরেখা তৈরির উদ্যোগ হিসেবে নাগরিক সমাজের আটজন বিশিষ্ট ব্যক্তির বৈঠক নিয়ে সম্প্রতি একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ব্র্যাক। ‘আসছে জাতীয় রূপরেখা’ শিরোনামে গত ৯ মার্চ ২০১৫ প্রকাশিত ওই সংবাদটিতে বৈঠকে উপস্থিতদের মধ্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের নাম উল্লেখ করা হয়েছে। সংবাদটিকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে ব্র্যাকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবির।

 

বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্র্যাকের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই যে স্যার ফজলে হাসান আবেদ এ ধরনের কোনো বৈঠকে অংশ নেননি এবং এ জাতীয় কোনো উদ্যোগের সঙ্গেও তিনি সম্পৃক্ত নন। সংবাদটি প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সাংবাদিকের সত্যতা যাচাই করতে ব্র্যাকের সঙ্গে কোনো যোগাযোগও করেননি। আমরা মনে করি, এ ধরনের সংবাদ প্রকাশের ফলে স্যার ফজলের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের এবং ব্র্যাকের মতো বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থার সুনাম ক্ষুণ্ন হয়েছে। গণমাধ্যমসমূহের কাছে আমাদের প্রত্যাশা- এধরনের বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে তারা বিরত থাকবেন।

 

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়