ডেসটিনির পরিচালকদের মুক্তির দাবি
ঢাকা: ডেসটিনির সব কারাবন্দি পরিচালকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ডেসটিনি ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীরা। পাশাপাশি ডেসটিনির সব ব্যবসায়িক কার্যক্রম চালু করে এর ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীদের রুটি-রুজির সুযোগ করে দেয়ারও দাবি জানানো হয়। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়।
সংবাদ সম্মেলনে ডায়মন্ড এক্সিকিউটিভ ডেসটিনি ২০০০-এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে এর ৪৫ লাখ বিনিয়োগকারীর কোনো অভিযোগ নেই। তাহলে কার অভিযোগের ভিত্তিতে ডেসটিনির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেনসহ অন্যান্য পরিচালককে কারাগারে বন্দি করে রাখা হয়েছে? অবিলম্বে তাদের মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে বলা হয়, মাত্র কয়েক বছরের মধ্যে ডেসটিনি একটি স্বনামধন্য গ্রুপে পরিণত হয়। এর ৩৫টি প্রতিষ্ঠানের সবগুলোর মালিক ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীরা। আর এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই বিশাল সংখ্যক সদস্যের বিনিয়োগকৃত অর্থসম্পদ থাকা সত্ত্বেও তারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডায়মন্ড এক্সিকিউটিভ ফিরোজ আলম টিপু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই
নিউজবাংলাদেশ.কম