গ্রামপুলিশের জাতীয় পে-স্কেল দাবি
ঢাকা: গ্রামপুলিশকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর মতো জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে।
বিভিন্ন জেলার গ্রামপুলিশ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে সবচেয়ে অবহেলিত অথচ সর্বাধিক দায়িত্ব পালনে যারা নিয়োজিত আছে তারা হলো গ্রামপুলিশ, সাধারণভাবে যারা দফাদার ও মহল্লাদার হিসেবে পরিচিত।
বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি খগেন্দ্র বিশ্বাস সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, ‘আমাদেরকে জাতীয় পে-স্কেল দেয়া হোক। ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ আমরা যেন ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারি, যেন মনোযোগ দিয়ে সরকারি আদেশ পালন করতে পারি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইনিয়নের নির্বাহী সভাপতি মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নয়মুল আহসান জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সম্পাদক রাজিকুজ্জামান রতন, সাপ্তাহিক সমীক্ষণ সম্পাদক শাহজাহান কবির জহির।
নিউজবাংলাদেশ.কম/টিএএফএ
নিউজবাংলাদেশ.কম