আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৭টি ইউনিটের উৎপাদন শুরু
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া নয়টি ইউনিটের মধ্যে সাতটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। সোমবার রাত ১২টা নাগাদ ছয়টি এবং মঙ্গলবার ভোরে একটি ইউনিটের উৎপাদন শুরু হয়। তবে এখনও পর্যন্ত দুইটি ইউনিট বন্ধ রয়েছে।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে জানান, বন্ধ থাকা বাকি ২টি ইউনিট চালু করার জন্য চেষ্টা চলছে।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের, ১৩২ কেবি`র একটি সাবস্টেশনে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ কেন্দ্রের ১০টি ইউনিটের মধ্যে নয়টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/এএস/এফই
নিউজবাংলাদেশ.কম