News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১০, ১৮ জানুয়ারি ২০২০

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

সাবষ্টেশনের ক্রটির কারণে সোমবার সন্ধ্যায় ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের চালুকৃত সরকারি-বেসরকারি সবগুলো (৯টি ইউনিটে) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ফলে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।অন্ধকার আচ্ছন্ন এসব এলাকা এখন রীতিমত ভূতুরে এলাকায় পরিণত হয়েছে।

দ্রুত বন্ধ ইউনিটগুলো চালুর চেষ্টা চলছে জানিয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম ও পরিচালক কারিগরি সাজ্জাদুর রহমান। তিনি জানান, “ইতিমধ্যে স্থানীয় প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছে।”
 
উল্লেখ্য, মোট ১৩টি ইউনিটের মধ্যে আগে থেকেই ৪টির উৎপাদন বন্ধ ছিল। বাকী ৯টি ইউনিটে আজ সন্ধ্যা ৬টার দিকে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন । ফলে এসব এলাকায় সন্ধ্যা থেকে এ সংবাদ লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
 
নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়