News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১০:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২০

রঙিন বাংলাদেশ, উল্লাসে মাতোয়ারা

রঙিন বাংলাদেশ, উল্লাসে মাতোয়ারা

ঢাকা: এ এক অন্যরকম আনন্দ। গোটা দেশ ভাসছে আনন্দ জোয়ারে। এ সময় কেউ কী ঘরে বসে থাকে? সবাই নেমে এসেছে রাস্তায়। রাজধানীসহ গোটা দেশ মুহূর্তে হয়ে উঠেছে রঙিন। উল্লাসে মেতে উঠেছে পুরো বাংলাদেশ।
 
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্বর্ণজ্জ্বল বিজয় আসে বিকেল পৌনে ছয়টায়। তার আগেই লাল সবুজের পতাকা মাথায় বেধে, গায়ে জড়িয়ে সবার নেমে আসে রাস্তায়। মুষ্টিবদ্ধ হাত বারবার উঠছে আকাশের দিকে। গলাফাটানো চিৎকার ধ্বনিতে বারবার ভেসে আসছে বাংলাদেশ, বাংলাদেশ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর ঝড় উঠেছে। যার যার অবস্থান থেকে বাংলাদেশের এ বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই
 
বিজয়ের পর পর নিউজবাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানিয়েছেন, শাহবাগ, টিএসসি, শহীদ মিনারসহ গোটা এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গেই বেরিয়েছে আনন্দ মিছিল। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই না, এ মিছিলে যোগ দিয়েছেন নানা বয়েসী আর শ্রেণীর মানুষ। বিজয়ের আনন্দে এক হয়ে গেছেন সবাই।

ঢাবির আনন্দ মিছিলে ছড়ানো হচ্ছে নানা রঙ। হোলি উৎসবের মতো একে অপরের গায়ে রঙ ছিটিয়ে আনন্দের এ মুহূর্তকে স্মরণ করে রাখতে ভুলছে কেউই। রঙে রঙিন মানুষের এ আনন্দ উল্লাস কেবলই বাড়ছে।
 
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমাদের রিপোর্টাররা জানিয়েছেন, বিজয়ের পর পরই রাজধানীর অলিগলসহ সবখানে নেমে এসেছে উল্লসিত মানুষ। ছেলে, বুড়ো কেউ বসে নেই এমন আনন্দে। কোটি টাকা গাড়ি হাঁকিয়ে আসা মানুষ কিংবা রিকশাচালক সবাই মিলেছেন এমন আনন্দে।
 
উল্লাসের এমন মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরে নাচতে দেখা গেছে অনেককেই। কেউ কেউ আবার ট্রাক নিয়ে বেরিয়ে পড়েছেন আনন্দ মিছিলে। মোটরসাইকেল নিয়েও বিজয় করতে দেখা গেছে অনেক এলাকায়। চলন্ত গাড়ি থামিয়ে উল্লাসের শামিল হয়েছেন অনেকেই।
 
রাজধানীর পল্টন, মতিঝিল, কাকরাইল, রমনা, মালিবাগ, বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, মহাখালী, মিরপুরসহ পুরো ঢাকার কোথায় কেউ বসে নেই।
 
এদিকে ঢাকার বাইরেও এ বিজয়ে মেতেছেন গোটা দেশবাসী। আমাদের জেলা সংবাদদাতারা জানিয়েছেন বিভিন্ন এলাকায় উল্লাসে মেতে ওঠার খবর। দেশের ৬৪ জেলার সবখানে বিজয়ের সঙ্গে সঙ্গেই আনন্দ মিছিল বের হয়েছে বলেও জানিয়েছেন তারা।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়