ফিরোজ রশীদের দুর্নীতি অনুসন্ধানে দুদক
ঢাকা: জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জাল কাগজপত্রের মাধ্যমে সম্পত্তি দখলের অভিযোগে সোমবার কমিশন বৈঠকে এ সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের একটি সূত্র ।
দুদক সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও অন্যান্যদের বিরুদ্ধে জাল কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে দুদকের পরিচালক মো. নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র আরো জানায়, ফিরোজ রশিদের বিরুদ্ধে ধানমন্ডি ঝিগাতলায় একটি বাড়ি দখলের অভিযোগও রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম