News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১১, ১৮ জানুয়ারি ২০২০

লিবিয়ায় বাংলাদেশিসহ ৯ জনকে অপহরণ করেছে আইএস

লিবিয়ায় বাংলাদেশিসহ ৯ জনকে অপহরণ করেছে আইএস

এবার এক বাংলাদেশি ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের হাতে অপহৃত হয়েছেন।  লিবিয়ার দক্ষিণাঞ্চলের সিরত শহর থেকে ওই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে অপহরণ করেছে আইএস সদস্যরা। অপহৃত বাংলাদেশির নাম হেলাল উদ্দিন।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ মার্চ আইএস জঙ্গিরা সিরতের আল ঘানি তেলখনিতে হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার আগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তা-কর্মীকে হত্যা করে। এর মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়। সেখান থেকে এক বাংলাদেশি ও আরও আটজন বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় জঙ্গিরা।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অপহৃত বাংলাদেশির নাম হেলাল উদ্দিন। তাঁর বাড়ি জামালপুর জেলায়। বাংলাদেশ দূতাবাস জানায়, অপহৃত হেলাল উদ্দিনের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল ঘানি তেল কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়