News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ৯ মার্চ ২০১৫
আপডেট: ০৪:২৫, ১ মার্চ ২০২০

গাড়ি চালকের পরিকল্পনায় আবু তাহের খুন

গাড়ি চালকের পরিকল্পনায় আবু তাহের খুন

ঢাকা: সাবেক কর কমিশনার আবু তাহেরকে গাড়ি চালকের হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন তার বাসার গাড়ি চালক মো. নাসির।

ডিবি পুলিশের হাতে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছেন নাসির।

সোমবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ কথা জানান ডিবির প্রধান ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

আটক দুজনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবু তাহের হত্যার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী মো. নাসির (২৯) এবং তার প্রধান সহযোগী মো. রাসেল তালুকদার (২২)।

গতকাল রোববার তাদের দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম জানান, নাসির সাবেক কর কমিশনার আবু তাহেরের বাসায় গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। নয় মাস চাকরি করার পর গত ২০ জানুয়ারি তিনি হরতাল অবরোধে গাড়ি চালাতে পারবেন না বলে জানান। এ নিয়ে আবু তাহেরের সঙ্গে নাসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি চাকরি করবেন না বলে জানিয়ে চলে যান। পরে মোবাইল ফোনে তার বেতনের টাকা চাইলে আবু তাহের তাকে বাসা থেকে টাকার চেক নিয়ে যেতে বলেন। কিন্তু চেকের মাধ্যমে বেতন নিতে অস্বীকৃতি জানান নাসির। এ নিয়েও আরেক দফা কথা কাটাকাটি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করেই নাসির আবু তাহেরের ওপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন।

চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে পড়ার পর আমির হোসেন নামে এক ডাকাতের সঙ্গে পরিচয় হয় নাসিরের। নাসির আমির হোসেনের সহায়তায় মো. রাসেল, রুস্তম সোহেল, নুর আলম, সুজন, মাসুম নামে আরো ছয়জনকে সংগঠিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের দিন গত ১ মার্চ রাত সাড়ে তিনটায় আবু তাহেরের বাসার দোতলার জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দলটির চার সদস্য। অন্য চার সদস্য বাইরে থাকে। ভেতের ঢুকে তারা আবু তাহেরের ঘরের দরজায় টোক দেন। এসময় আবু তাহেরের স্ত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ভেতরে প্রবেশ করে জিম্মি করে ফেলে ঘুমন্ত আবু তাহেরের গলা চেপে ধরেন এবং মাথায় আঘাত করে। মুখে স্কচ টেপ লাগিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। এর পর আলমারির ড্রয়ার থেকে ৪৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি স্যামসাং মোবাইল নিয়ে নেয়। ডাকাতি শেষে আবু তাহেরের মৃত্যু নিশ্চিত করার জন্য তার বাম হাতের শিরা কটে দেয় তারা। পরে স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে দরজার চাবি নিয়ে গেট খুলে বের হয়ে যায়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপ কমিশনার গোয়েন্দা পূর্ব জাহাঙ্গীর হোসেন মাতাব্বর।

ঢাকা: সাবেক কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ডিবি।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিবির দাবি তারা দুজন এ হত্যাকাণ্ডে জড়িত।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১ মার্চ গভীর রাতে রাজধানীর পূর্ব রামপুরায় বাসায় ঢুকে ইনকাম ট্যাক্সের সাবেক কর কমিশনার আবু তাহেরকে (৭০) খুন করেছে ডাকাত দল।  

রাত তিনটার দিকে চার-পাঁচজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল টিভি রোডের ৩৪৭ নম্বর বাসার দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসায় ঢুকে ৪৫ হাজার টাকা ও ১০/১২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এসময় গৃহকর্তা আবু তাহের বাধা দিলে ডাকাত দল তাকে হত্যা করে।


নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়