অভিজিৎ হত্যা
এফবিআইয়ের ল্যাবে আলামত পরীক্ষার অনুমতি চাইবে ডিবি
ঢাকা: ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে সংগ্রহ করা আলামত আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ল্যাবে পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ কথা জানান ডিবির প্রধান ডিএমপির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
গত শুক্রবার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এফবিআই প্রতিনিধিদলের সদস্যরা।
ওইদিন বেলা সোয়া একটার দিকে তারা প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা বাংলা একাডেমিতে চলে যান। এর পর পরিদর্শন করেন ঘটনাস্থল।
এর আগে গতবুধবার চার সদস্যের এফবিআই দলটি ঢাকায় আসে। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৪০)।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম