সাংবাদিকদের জন্য পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘নিউজ নেটওয়ার্ক’ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার এশিয়া প্রতিনিধি ড. শাহরিরয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ সাংবাদিক অংশগ্রহণ করেন। পাঁচদিনের এ কর্মশালা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। প্রশিক্ষক হিসেবে আছেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার এশিয়া প্রতিনিধি ড. শাহরিয়ার হোসেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম