News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৭, ৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩৩, ১৭ জানুয়ারি ২০২০

নারী দিবসেও নারীর আত্মহত্যা

নারী দিবসেও নারীর আত্মহত্যা

সাভার (ঢাকা) : রাষ্ট্র ও সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারীদিবস। আর বিশেষ এদিনেই আত্মহত্যার পথ বেছে নিলেন শিল্পাঞ্চল আশুলিয়ার এক নারী পোশাক শ্রমিক।

জানা গেছে, রোববার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিক শাহনাজ বেগম আত্মহত্যা করেন। বিকেল ৪টায় ডেন্ডাবর এলাকার স্থানীয় আলাউদ্দিন আহমেদের ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 এ ঘটনায় পুলিশ শাহনাজের স্বামী ইলিয়াস শিকদারকে আটক করেছে। সূত্র জানায়, বিয়ের দু’বছর পর ইলিয়াস-শাহনাজ কাজের খোঁজে আশুলিয়ায় চলে আসেন। ডেন্ডাবর এলাকায় একটি বাড়ি ভাড়া নেন। তাদের বাড়ি শরীয়তপুর জেলায়।

সূত্র আরো জানায়, স্থানীয় একটি পোষাক কারখানায় তারা চাকরি নেন। কয়েকদিন পর চাকরি ছেড়ে দেয় ইলিয়াস। এর ফলে দেখা দেয় সাংসারিক বিবাদ। সংসারের খরচ যোগাতেও হিমসিম খেতে হয় শাহনাজকে।

প্রতিবেশী আয়েশা আক্তার গণমাধ্যমকে জানান, শাহনাজের বেতনের টাকায় সংসার চললেও কর্তা ছিল ইলিয়াস। বেতনের টাকা থেকে শাহনাজ কিছু টাকা বাবা-মাকে পাঠালে সে ক্ষিপ্ত হয়ে উঠত। আর এনিয়ে বেতন পাওয়ার সময় থেকে অশান্তি লেগেই থাকতো।

গতরাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় শাহনাজকে মারধর করে ইলিয়াস। আর এসব কারণেই আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ দিনে নিজেকে মুক্তি দিয়ে শাহনাজ আত্মহত্যার পথ বেছে নেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, আমাদের রাষ্ট্র ও সমাজে নারীদের নিরাপত্তার ব্যবস্থা থাকলেও পরিবারে তার প্রয়োগ নেই। আর এ কারণে প্রায়ই আত্মহত্যার পথ বেছে নেয় নারীরা।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়