নারী দিবস : পঞ্চগড়ের ১০ জয়ীতাকে সম্মাননা
পঞ্চগড়: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য পঞ্চগড়ের ১০ নারী জয়ীতাকে সম্মাননা দেয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসক ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং কাজী শাহেদ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের প্রান্তিক এ জেলার সংগ্রামী ১০ নারী জয়ীতাকে সম্মাননা দেয়া হয়।
জয়ীতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। এসময় অন্যদের মধ্যে ছিলেন পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, কাজী শাহেদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজ ফারুকী চৌধুরী প্রমুখ।
সম্মননা প্রাপ্ত জয়ীতারা হলেন, চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য আটোয়ারী উপজেলার জোসনা বেগম (৩২), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবনে সাফল্য অর্জনের জন্য দেবীগঞ্জ সোনাহার এলাকার অনিতা রাণী (৩৫), সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান রাজিয়া (৩৭), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করার জন্য বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকার কৈকেয়ী রাণী (৩৯), সফল জননী হিসেবে দেবীগঞ্জ উপজেলা সদরের হোসনে আরা বেগম (৬৭), শিক্ষা বিস্তারে আটোয়ারী গিরাগাঁও এলাকার শ্রীমতি দুলো বালা (৫৩), গাভী পালনে সাফল্য অর্জন করায় তেঁতুলিয়ার তিরনইহাট এলাকার মোছা. কাজল রেখা (২৫), চা শ্রমিক থেকে অর্থনৈতিক সাফল্য অর্জন করার জন্য মোছা. রাবি বেগম (৩২), গাভী পালন করে সাফল্য অর্জন করার জন্য মোছা: সামিনা বেগম (৫৭) এবং জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করে সাফল্য অর্জন করার জন্য পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা এলাকার মোছা. আকতার বানু (৫৫)।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম