রাজউক পরিকল্পনাবিদের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপনগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এ মামলা দায়ের করে দুদক। মামলা নং-১০।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিউজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন- রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র এক্সকিউটিভ ডাইরেক্টর নাজিম নওয়াজ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, বুড়িগঙ্গা রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হারুন অর রশিদ রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদের নিকট ১৬ কাঠা জমি ব্যবহারের ছাড়পত্রের জন্য আবেদন করেন। জমিটি হলো- ঢাকা জেলার বাড্ডা ভূমি অফিসের জে এল নং-২৮৯, আর এস দাগ নং-১৪৬০, এম এস দাগ নং- ২৫৫৫৪, ২৫৫৫ এর অন্তর্ভুক্ত ১৬ কাঠা জমি। আবেদনের সঙ্গে ইমারত নির্মাণের সব শর্ত ও জমি সংক্রান্ত সকল কাগজপত্র যথাযথ থাকা সত্ত্বেও রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ ভূমি ব্যবহারের ছাড়পত্র না দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়রানি করেছেন।
দুদক সূত্র আরো জানায়, ইস্টার্ন হাউজিং লিমিটেড স্বার্থ রক্ষায় ভূমির প্রকৃত মালিককে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ ছাড়পত্র দেননি। আর এ কাজে ইস্টার্ন হাউজিংয়ের প্রতিনিধি হিসেবে ভূমি ছাড়পত্র দেয়া থেকে বিরত রাখার জন্য প্রভাবিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর নাজিম নওয়াজ চৌধুরী।
দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় এটি মামলা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম