News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২০

‘চলমান অস্থিরতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেনি’

‘চলমান অস্থিরতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেনি’

ঢাকা: চলমান রাজনৈতিক অস্থিরতা দেশের সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলেনি। অর্থনীতির সব সূচক ভালো। রেমিটেন্স, রপ্তানি এডিপির বাস্তবায়ন গত অর্থবছরের তুলনায়ও ভালো। একথা বলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

রোববার ঢাকার শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রের বৈঠকে তিনি আরো বলেন, উন্নয়ন বাজেটের অর্থ অপচয় কমাতে এবার উদ্যোগী হয়েছে সরকার। এজন্য প্রকল্পের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগ প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, উন্নয়ন বাজেটের অর্থ অপচয় কমাতেই এ নির্দেশনা দেয়া হয়েছে। আর রাজনৈতিক অস্থিতিশীলতা সামষ্টিক অর্থনীতিতে ক্ষতিকর কোনো প্রভাব ফেলতে পারেনি।

গণমাধ্যমকে তিনি জানান, উন্নয়ন বাজেটে অর্থ অপচয় কমাতে হবে। এজন্য প্রকল্প বাস্তবায়নে সঠিক সিদ্ধান্ত নেয়া হলে প্রকল্পের সময় বাড়বে না। আর সময় না বাড়লে প্রকল্পের ব্যয় বাড়ার সম্ভাবনাও কমে যায়। এতে এমনিতেই অপচয় কমে আসে।

মোস্তফা কামাল বলেন, নতুন অর্থবছরে কোন ধরনের প্রকল্প গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে অবকাঠামোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে অগ্রাধিকার দেবে সরকার।

তিনি জানান, প্রকল্পের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। উপকূলীয় অঞ্চল, নদীভাঙন অঞ্চল, হাওর-বাওড়, পার্বত্য অঞ্চল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দিকে বিশেষ নজর দিতেই হবে। এসব এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরো প্রকল্প হাতে নিতে হবে।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সিনিয়র সদস্য ড. শামসুল আলম।

আরো উপস্থিত ছিলেন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য হুমায়ুন খালিদ, আইএমডির সচিব শহিদ উল্লা খান ও পরিকল্পনা সচিব সফিকুল আজম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়