News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০৯:০৫, ১ মার্চ ২০২০

বিডিবিএলের ডিজিএমকে দুদকে তলব

বিডিবিএলের ডিজিএমকে দুদকে তলব

ঢাকা: অবৈধভাবে নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকের এমডি বরাবর এ নোটিশ পাঠানো হয়। দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ নোটিশ জারি করেছেন। আগামী ১২ মার্চ সকাল সাড়ে ৯টায় তাকে দুদকে হাজির হওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, বিডিবিএলের জিএম আরফিনা বেগম, ব্যাংকের ডিজিএম এ কে এম শফিকুল ইসলাম ও আরেক ডিজিএম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ব্যাংকের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে অদক্ষ লোক নিয়োগ করেছেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়