News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০১:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির সম্মুখীন নারী’

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির সম্মুখীন নারী’

ঢাকা : বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে নারীরা। আর তাই এদিকটিকে অবহেলার চোখে দেখলে হবে না। নারীদের সুরক্ষা দিতে হবে। একথা বলেছেন, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উপলক্ষে জিসিএপি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ উন্নয়ন পরিষদ, দরিদ্র ফাউন্ডেশন এবং উইম্যান ফর উইম্যন অপরাজয় বাংলাদেশের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. কাজী খালিকুজ্জামান আহমেদ বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চত করা গেলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। আর এজন্য শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজিন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. জাহেদা আহমদ, দরিদ্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আদন ইসলাম বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ওম্যান এ্যামপ্লয়ম্যান্টের নির্বাহী পরিচালক মাহবুবা বেগমসহ অনেকে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়