বেসরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি
ঢাকা: সরকারি সেক্টরের মতো গার্মেন্টসসহ সকল বেসরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত নারী শ্রমিক কালোপতাকা মানববন্ধনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘সস্তান জন্ম দানের ব্যাথা এবং কষ্ট সকল মায়েরই সমান। কিন্তু মাতৃত্বকালীন ছুটি সরকারি সেক্টরে ছয় মাস ও গার্মেন্টসসহ প্রাইভেট সেক্টরে চার মাস কেন?’
তিনি আরো বলেন, ‘গার্মেন্টসহ ব্যক্তি মালিকানাধীন সেক্টরে নিয়োজিত লক্ষ লক্ষ নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি এখনো রয়ে গেছে চার মাস। নারীর জন্য একদেশে দুই আইন- এ বৈষম্য দূর করতে হবে।’
মানবন্ধনে বক্তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গার্মেন্টসহ সকল বেসরকারি সেক্টরে সরকারি সেক্টরের মতো অবিলম্বে সমবেতন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ঘোষণা, নারী শ্রমিকদের সমমজুরি, সমপদোন্নতি, পরিবার, কর্মস্থল, সমাজ ও রাষ্ট্রে এবং পারিবারিক সম্পত্তিতে সমঅধিকার প্রতিষ্ঠার দাবি করেন।
অপরদিকে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে নারী যে অবদান রাখছে তার স্বীকৃতি দাবি করেন বাউশির নির্বাহী পরিচালক মাহবুবা বেগম।
রোববার আন্তর্জতিক নারী দিবস উপলক্ষে বাউশি আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘নারীর সার্বিক উন্নয়নে চাই সমান সুযোগ ও নিরাপত্তা।’
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাউশি গতকাল শনিবার থেকে তাদের কর্মসূচি শুরু করে।
মানববন্ধনে সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/ টিএ/ এফএ
নিউজবাংলাদেশ.কম