হত্যাদিবসে সোমেন চন্দকে শ্রদ্ধা
ঢাকা: আজ ৮ মার্চ রোববার প্রগতিশীল সাহিত্যিক ও রাজনীতিক সোমেন চন্দের হত্যাদিবস। এ দিবস উপলক্ষে সোমেন চন্দের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছে প্রগতিশীল সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলো। সকালে রাজধানীর লক্ষ্মীবাজার-হৃষিকেশ দাস লেন মোড়ে সোমেনের হত্যাকাণ্ডস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, সোমেন চন্দ চর্চা কেন্দ্র ও উদীচী শিল্পী গোষ্ঠী এ শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনগুলোর পক্ষে উপস্থিত ছিলেন যথাক্রমে মনজুরুল আহসান খান, রাজেকুজ্জামান রতন, কাজী জাকির হোসেন প্রমুখ।
১৯৪৮ সালের এ দিনে ফ্যাসিবাদের দোসররা ঢাকার লক্ষ্মীবাজার-হৃষিকেশ দাস লেন মোড়ে মিছিলের সামনে থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
এদিন পুরান ঢাকার সূত্রাপুরে বিশ্ব ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সর্বভারতীয় জনসভার আয়োজন করা হয়। এ জনসভার প্রধান নেতা ও কর্মী ছিলেন সোমেন চন্দ। জনসভায় জ্যোতিবসু, বঙ্কিম মুখার্জীসহ সর্বভারতীয় নেতারা উপস্থিত ছিলেন।
সোমেন চন্দ ছিলেন ইস্ট বেঙ্গল রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি রেলওয়ে শ্রমিকদের একটি মিছিল নিয়ে যখন লক্ষ্মীবাজার-হৃষিকেশ দাস লেন পার হচ্ছিলেন, তখন একদল গুন্ডা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ওই গলিতে ফেলে তার জিভ টেনে বের করে কেটে দেয়। ভোজালি দিয়ে তার পেট চিরে নাড়ি-ভুঁড়ি কেটে ফেলে। তারপর তার হত্যা নিশ্চিত করে তার লাশের চারপাশে নাচতে থাকে।
উল্লেখ্য, সোমেন চন্দ ২১ বছর ৯ মাস ১৫ দিন বেঁচেছিলেন। এ স্বল্পায়ু জীবনে তিনি প্রায় ৪৫টি ছোটগল্প, তিনটি নাটক, দুটি উপন্যাস, বেশকিছু কবিতা লেখেন। এছাড়া তিনি ঢাকায় নতুন প্রতিষ্ঠিত রেডিওতে বেশকিছু কথিকা পাঠ করেন। তিনি বেশকিছু মূল্যবান চিঠিপত্র লিখে রেখে যান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম