News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১২, ৮ মার্চ ২০১৫
আপডেট: ০০:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে কৃষক খুন, ভাই-বোনসহ আটক ৩

লক্ষ্মীপুরে কৃষক খুন, ভাই-বোনসহ আটক ৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের হামছাদীতে আব্দুল আলীম দুলাল (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হামছাদী ইউনিয়নে হাসন্দী গ্রামের নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে গভীর রাতে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই মোস্তাফিজ ও বোন নাসরিন আক্তার এবং পাশের বাড়ির আবুল হোসেনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীরা জানায়, দুলালের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ছোট ভাই জোকান আলীর (৩৫) জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা জানান, রাত সাড়ে আটটার দিকে দুলালকে তার বাড়ির সামনে ফেলে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কিছুক্ষণ পর নিহতের ছেলে রাকিব হোসেন তার বাবা আব্দুল আলীমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে এবং তাকে হাসপাতাল নেয়ার পথে পালেরহাট এলাকায় তার মৃত্যু হয়।

নিহত দুলাল ওই এলাকার বদিউজ্জামান মুন্সী বাড়ির মৃত মনসুর আহম্মদের ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার জানান, দুলালের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছ।

তিনি জানান, কী নিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তা এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের ছোট ভাই মোস্তাফিজ ও বোন নাসরিন আক্তার এবং পাশের বাড়ির আবুল হোসেনসহ তিন জনকে আটক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়