ছাত্রী ধর্ষণ : প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা: গাইবান্ধার গিদারী প্রধানের বাজারে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক এরশাদ আলীকে গ্রেফতারের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুর দুটার দিকে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন নারী সংগঠন, সামাজিক-রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, আমাতুর নুর ছড়া, রিকতু প্রসাদ, প্রমতোষ সাহা, চুনি ইসলাম, শিরিন আক্তার লিজা, পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অপরাধী ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে ধর্ষককে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে এক সন্তানের জনক অটোরিকশা চালক এরশাদ আলি তার উপর পাশবিক নির্যাতন চালায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম