News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৩, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫৯, ১৯ জানুয়ারি ২০২০

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক

জেলা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে জেলার বারহাট্টা উপজেলায় শুক্রবার মধ্যরাতে আতিক হাসান (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের নবাব আলীর ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেমুজ্জামান জানান,  ‘‘রাতে গ্রামের পাশের ফকিরের বাজারের একটি কাপড়ের দোকানে বসে ফেসবুক ব্যবহারের মাধ্যমে ছবিটি ছড়ানোর সময় যুবক আতিক হাসানকে আটক করা হয়। এ সময় সে প্রধানমন্ত্রীর ছবির মুখমণ্ডলের সাথে অন্য অশ্লীল ছবির নিচের অংশ সংযুক্ত করে ফেসবুকে ছড়িয়ে দেয়।’’

ওসি আরো জানান, ‘‘এ ব্যাপারে ৭ মার্চ শনিবার তথ্য ও প্রযুক্তি আইনে থানায় মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে ।’’                                   
    
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়