News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৩:১৫, ১ ফেব্রুয়ারি ২০২০

মিরসরাইয়ে প্রভাতী এক্সপ্রেসের ধাক্কায় যুবক নিহত

মিরসরাইয়ে প্রভাতী এক্সপ্রেসের ধাক্কায় যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের বারইয়ারহাটে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। তার নাম মোস্তফা (২৫)। তিনি হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাটের হাটু গ্রামের আবুল কালামের ছেলে।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় বারইয়ারহাটের রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি বারইয়ারহাট এলাকায় পৌঁছায়। এসময় মোস্তফা কানে হাত দিয়ে রেল লাইনের ওপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। তখন তার কানে হেড ফোন ছিলো। এ অবস্থায় ট্রেনটি বার বার হর্ন দেয়ার পরও মোস্তফা রেল লাইন থেকে সরেননি। পরে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

তবে অনেকে বলছেন, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের দাবি, মানসিকভারসাম্যহীন ছিলেন তিনি।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে জিআরপি (রেলওয়ে পুলিশ) চট্টগ্রাম রেঞ্জের ওসি হিমাংশু কুমার দাশ বলেন, “ট্রেনে কাটা পড়ে বারইয়ারহাট এলাকায় কোনও যুবক মারা গেছে-- এমন খবর আমরা পাইনি। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টি।”

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়