News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৮, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৪:২১, ১৯ জানুয়ারি ২০২০

নারী বৈষম্য কমছে, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায়নি

নারী বৈষম্য কমছে, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায়নি

ঢাকা: নারীর প্রতি বৈষম্য রোধ এখনও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে দিন দিন তা কমছে। বৈষম্য পুরোপুরি রোধে রাজনৈতিক সদিচ্ছা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

আন্তর্জাতিক নারী উপলক্ষে এক বাণীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এক বাণীতে এসব কথা বলেছেন।

 

নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রওশন বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রথম থেকেই সব ধরনের কাজে নারীদের অংশগ্রহণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদের অধিকসংখ্যক নারীদের উপস্থিতির মাধ্যমে দেখা যাচ্ছে নারীর প্রতি বৈষম্য কমতে শুরু করেছে। তবে তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি।

 

তিনি আরও বলেন, জাতীয় জীবনে নারীর যথাযথ মর্যাদা ও স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বেশ কিছু আন্তর্জাতিক নীতি ও সনদে স্বাক্ষর করলেও এখনও পর্যন্ত কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি। আর এ জন্য দরকার দৃষ্টি ভঙ্গির পরিবর্তন, রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় প্রত্যয়।

নারী পুরুষের সমতা নিশ্চিতের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে এবং নারীর অগ্রগতির মাধ্যমেই দেশের অগ্রগতি সুনিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়