News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ৭ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২০

সিসিডিবি পরিচালকের পদত্যাগ দাবিতে অনশন

সিসিডিবি পরিচালকের পদত্যাগ দাবিতে অনশন

ঢাকা: দুর্নীতির অভিযোগে বেসরকারি সংস্থা খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারীর পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।

গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এ অনশন শুরু হয়। আজ শনিবার তা দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সিসিডিবির সাধারণ কর্মচারী অ্যান্টনীয় অধিকারী।

সংস্থার পরিচালক জয়ন্ত অধিকারীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে কর্মকর্তা-কর্মচরীদের। অভিযোগ রয়েছে, সংস্থার নামে আসা টাকার কোনো হিসাব দেন না পরিচালক।

উল্লেখ্য, সিসিডিবি বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্য নিয়ে জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস কর্তৃক ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত একটি এনজিও। সংস্থাটির পূর্বসূরি ছিল বাংলাদেশ ইকুমেনিকাল রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস। বাংলাদেশের গির্জাসমূহের এই প্রতিষ্ঠানটি ‘কমিশন’ নামে অভিহিত একটি পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত।

নিউজবাংলাদেশ.কম/ আর/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়