মিরসরাইয়ে মার্কেটে আগুন, ১৮ দোকান ভস্মীভুত
মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ইরানী মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৮টি দোকান। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো হোসেন ফার্নিচার, সাঈদ মোটরস, পলাশের গ্যারেজ, পারভেজ ইলেকট্রনিক্স, নবী ওয়ার্কশপ, মনছুর ওয়ার্কশপ, বেলালের ব্যাটারীর দোকান, মিজান অটোপার্টস প্রভৃতি।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, করেরহাট বাজারে বাহা উদ্দিন শিমুলের মালিকানাধীন ইরানী মার্কেটটি শুক্রবার বন্ধ ছিল। কিন্তু রহস্যজনকভাবে শনিবার ভোররাতে ইরানী মার্কেটে আগুন লেগে যায়। আগুনে পুরো মার্কেটের ১৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
তিনি জানান, আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা ছাগলাইনাইয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে মূল্যবান সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা দাবি করেছেন।
নিউজবাংলাদেশ.কম/আইআর/এফই
নিউজবাংলাদেশ.কম