বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার সকাল সাতটার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানোর পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
এ সময় সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
পরে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়সহ সারাদেশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে যারা প্রশ্ন তোলে তারা জ্ঞান পাপী।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়। জঙ্গিবাদী কর্মসূচি দিয়ে খালেদা জিয়া দেশে জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যাবে না।
৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম