News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২০

এক মাসে ৬৪ কোটি টাকার মাদক উদ্ধার

এক মাসে ৬৪ কোটি টাকার মাদক উদ্ধার

ঢাকা: সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬৪ কোটি ২৪ লাখ ৯১ হাজার ২৪৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে।

বিজিবি সূত্র গণমাধ্যমকে জানায়, আটককৃত মাদকের মধ্যে অভ্যন্তরীণ চোরাচালানের আর্থিক মূল্য ৫৯ কোটি ০৪ লাখ ৩৬ হাজার ৬৮৫ টাকা। আর বহির্মুখি চারাচালানের আর্থিক মূল্য ৫ কোটি ২০ লক্ষ ৫৪ হাজার ৫৬০ টাকা।

বিজিবি অভিযানে আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৪০ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল, ৬ লাখ ১৪ হাজার ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২ হাজার ৪১১টি উত্তেজক ট্যাবলেট।

আরো আছে, ২৩ হাজার ২৭০ বোতল বিদেশি মদ, এক হাজার ৯৬ লিটার স্থানীয় মদ, এক হাজার ৬৯ ক্যান বিয়ার, ৫৮১ কেজি গাঁজা, ২ কেজি ৫৪৫ গ্রাম হেরোইন, ২ হাজার ৯৮৬টি নেশাজাতীয় ইনজেকশন।

এ তালিকায় আরো রয়েছে, দু’লাখ ৮৮ হাজার ৮১৯টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট। এক মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৬টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ৩টি ককটেল এবং ৩৬ রাউন্ড গুলি।

একই সময়ে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১০ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২ হাজার ৩৫৮টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় এক হাজার ৩৩০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৭৪ জন বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ভারতীয় ১০ জনের মধ্যে ৯ জনকে স্বদেশে ফেরত ও একজনকে থানায় সোপর্দ এবং মিয়ানমারের এক হাজার ২১৬ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া ফেব্রুয়ারি মাসে ৩০ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এ সংক্রান্ত দশটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়