News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ৬ মার্চ ২০১৫
আপডেট: ১০:৩৩, ১ মার্চ ২০২০

আটক বিদেশি কূটনীতিককে ছেড়ে দিল শুল্ক কর্তৃপক্ষ

আটক বিদেশি কূটনীতিককে ছেড়ে দিল শুল্ক কর্তৃপক্ষ

ঢাকা: ২৭ কেজি সোনাসহ ঢাকায় আটক হয়েছিলেন উত্তর কোরীয় দূতাবাসের কর্মকর্তা সন ইয়াম। আজ বেলা দুটার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, শুল্ক কর্তৃপক্ষের কাছে মুচলেকা দিয়ে সন ইয়ামকে নিয়ে গেছে বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানান, কোরীয় দূতাবাসের এক কর্মকর্তা তাদের কাছে লিখিতভাবে সন ইয়ামের সোনা আনার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কেননা বিদেশি একজন কূটনীতিকের বিরুদ্ধে মামলা করার আইনগত কোনো ক্ষমতা শুল্ক কর্তৃপক্ষের নেই। এ কারণেই তাকে ছেড়ে দেয়া হয়েছে।

নিউজ বাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়