News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৯, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

১১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

১১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ (ঊর্ধ্বমুখী) লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌণে ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌণে ১০টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো লাইন থেকে সরিয়ে নিলে পুনরায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ (ঊর্ধ্বমুখী) লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ (ঊর্ধ্বমুখী) লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজবাংলাদেশ.কম/ এএস/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়