ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করবে পিএলও
ঢাকা: ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও। খবর এএফপির।
খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ইহুদিবাদী ইসরাইল অর্থের তহবিল আটকে দেয়ার পর পিএলও’র কেন্দ্রীয় পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
পিএলও বলেছে, দখলদার শক্তির সঙ্গে সব ধরনের নিরাপত্তা সহযোগিতা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং অধিকৃত ফিলিস্তিন, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার সমস্ত ফিলিস্তিনি নাগরিকের দায়িত্ব নেবে পিএলও।
১৯৯৩ সালের ‘অসলো চুক্তি’ অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় এবং এ চুক্তি অনুসারে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে থাকে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও পশ্চিমতীরে এ সংগঠনের সদস্যদের ওপর নজরদারি বিষয়ক তথ্য ছিল ইসরাইলের জন্য অনেক বেশি জরুরি। কিন্তু পিএলও যদি নিরাপত্তা সহযোগিতা বাতিল করে তাহলে ইসরাইল এসব সুবিধা থেকে বঞ্চিত হবে।
পিএলও বলেছে, সংগঠনের নির্বাহী কমিটি চুক্তি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে বৈঠক করবে তবে কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়া হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম