মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ঢাকা: বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং বাংলাদেশের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নামে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শেখ সোহেল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এজাহারে বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে এই দুজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে গুলশান জোনের ডিসি লুৎফুল কবীর নিউজবাংলাদেশকে মামলার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেলিকথোপকথনে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। একইসঙ্গে এই মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে তাকে আটক করে ডিবি। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আলাপের অডিও ক্লিপ রোববার গণমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে দেশের চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে সেনাবাহিনীর হস্তক্ষেপে সহযোগিতা করতে চান বলেও উল্লেখ্য করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম