৩০ শতাংশ মামলার চার্জশিট দিতে পারেনি ডিএমপি
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় গত বছরে মোট মামলা হয়েছে ১৯ হাজার চারশো সাতটি। এর মধ্যে ৩০ ভাগেরই চার্জশিট এখনো আদালতে জমা দিতে পারেনি ডিএমপি। বাকি ৭০ শতাংশ মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছে। একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে গণমাধ্যমকে তিনি এ পরিসংখ্যান জানান। উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের ৪০তম প্রতিষ্ঠিতা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, আমরা ঢাকা শহরকে অপরাধমুক্ত দেখতে চাই। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। গত বছর নগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জালনোট, মাদ্রকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। ট্রাফিক নিয়ম ভঙ্গে যানবাহনকে প্রায় ২৫ কোটি ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ঢাকা মহানগর পুলিশকে আধুনিক ও যুগোপযোগিকরণ এবং তথ্যসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন ঘটানো হয়েছে। রাজধানীকে আরো বেশি সুন্দর ও নিরাপদ রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ডিএমপিকে ডিজিটালাইজড করার জন্য।
নিউজ বাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম