জাতীয় সংসদ নিয়ে জাদুঘর!
ঢাকা: বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশের জাতীয় সংসদকে ঘিরে তৈরি হচ্ছে জাদুঘর। এমন পরিকল্পনার কথাই ভাবছে জাতীয় সংসদ সচিবালয়। এতে সংরক্ষণ করা হবে বাংলাদেশের ইতিহাস, সংবিধান ও সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম সংসদ থেকে এ পর্যন্ত সব সংসদের যাবতীয় তথ্যও পাওয়া যাবে এ জাদুঘরে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পরামর্শ সভায় এমন পরিকল্পনাই নেয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া সভায় সভাপতিত্ব করেন।
ভায় অন্যান্যের মধ্যে ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, বুয়েটের স্থাপত্য ও প্রকৌশল বিভাগ প্রধান, বাংলা একাডেমির মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক প্রমুখ।
জাদুঘরের থিম, উপস্থাপনের প্রক্রিয়া, প্রযুক্তির ব্যবহার এবং জাদুঘরটি কোথায় নির্মাণ করা হবে এসব বিষয় আলোচনায় স্থান পায়।
পরামর্শ সভায় ডেপুটি স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদে যদি একটি জাদুঘর স্থাপন করা যায় তাহলে জাতীয় সংসদ আরো বেশি সমৃদ্ধ হবে। জাদুঘর স্থাপনের এ মহৎ উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় সংসদের সদস্যসহ দেশবাসী ও বিদেশী দর্শনার্থী বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হবে।’
মূলত বাংলাদেশের জাতীয় সংসদকে সবার কাছে পরিচিতি ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিদেশীদের ধারণা বাড়াতেই এ জাদুঘরটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি এ প্রসঙ্গে নিউজবাংলাদেশ.কমকে বলেন, ‘জাদুঘর নির্মাণে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। এমন একটি উদ্যোগ নেয়া যেতে পারে কি-না সেটাই আমরা ভাবছি। আমরা কীভাবে আমাদের সংসদকে প্রমোট করতে পারি সেজন্যই এমন পরিকল্পনা।’
এ জাদুঘর নির্মিত হলে ১৯৪৮ সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী ইতিহাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হবে। প্রথম সংবিধান ও প্রথম সংসদ থেকে এ পর্যন্ত যাবতীয় দলিলও এ জাদুঘরে রাখা হবে। সংসদ স্থাপনার নানাদিকও সংরক্ষণ করা হবে সেখানে।
তবে কবে নাগাদ এমন পরিকল্পনা বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতে লোকসভার জন্য এমন জাদুঘর আছে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম