News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ৫ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

এফবিআই প্রতিনিধি দল ঢাকায়

এফবিআই প্রতিনিধি দল ঢাকায়

ঢাকা: লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছে।

বুধবার রাতে দলটি ঢাকা পৌঁছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলটি মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে।

বিষয়টি জানতে চাইলে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “তারা এসেছিলেন। অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের জানানো হয়েছে।”

তবে ওই দলে কতজন সদস্য ছিলেন, তাদের নাম কি, এ বিষয়ে তিনি কোনো কিছুই জানাতে চাননি।

বাংলা একোডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে গত ২৬ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলার নিহত হন যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ হত্যাকাণ্ড তদন্তে সহায়তার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পরে সরকার বিষয়টিতে সায় দেয়।

অভিজিৎ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এরইমধ্যে উগ্রপন্থী ব্লগার ফারাবী শফিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়