বই বিক্রির অর্থ নিয়ে দগ্ধদের পাশে ওবায়দুল কাদের
ঢাকা: চলমান সহিংসতায় বোমা হামলায় দগ্ধদের পাশে দাঁড়িয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারের বই মেলায় প্রকাশিত দুটি ও আগে প্রকাশিত সব গ্রন্থের রয়্যালিটি বাবদ প্রাপ্ত টাকা তিনি দান করেছেন দগ্ধদের সহায়তায়।
বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৫৪জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন ওবায়দুল কাদের।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সহিংসতা ও সংলাপ একসাথে চলতে পারে না। বোমা মেরে মানুষ হত্যা করে সংলাপে বাধ্য করার কথা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন।’
তিনি আরও বলেন, ‘নাশকতা ও সহিংসতা আন্দোলন নয়। সংলাপ চাইলে নাশকতা বন্ধ করতে হবে। নাশকতাকে এক ধরণের আত্মঘাতী প্রবণতা। কথিত আন্দোলনকারীদের এ প্রবণতা রুখে দিতে হবে। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এ সর্বনাশা খেলায় মেতে উঠেছে। বোমা মেরে সরকার পতনের নজির পৃথিবীর কোথাও নেই।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৫ জানুয়ারি হতে অদ্যাবধি ৬৩ জন গাড়ি চালক ও হেলপার পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে
নিউজবাংলাদেশ.কম