পাটগ্রামে পণ্যবাহী ট্রাকে ভাংচুর আগুন আটক ৪
লালমনিরহাট: লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার জুম্মারপাড় নামকস্থানে একটি পণ্যবাহী ট্রাকে ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা । বুধবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।
এ সময় ট্রাকটির (রংপুর-ড-১১-০২০২) চালক মমিনুল হক (২৮) ও ওই ট্রাকের সহকারী চালকসহ অপর দুই ব্যক্তি লাফিয়ে নেমে আত্মরক্ষা করেন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শাজাহান নিউজবাংলাদেশকে জানান, ‘পাটগ্রাম উপজেলার জুম্মারপাড় নামক স্থানে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় মহাসড়কে গাছ, বাঁশ ও কলারগাছ ফেলে হাতীবান্ধাগামী একটি ট্রাক থামিয়ে প্রথমে ভাংচুর ও পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, ‘ট্রাকটির ৭০ শতাংশ পুড়ে গেলেও গাড়িতে থাকা কেউ হতাহত হয়নি।’
চালক মমিনুর ইসলাম জানান, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই ১৫/২০ জন লোক প্রথমে ট্রাকটি ভাংচুর করে ও পরে পেট্রোল ঢেলে দিয়ে ট্রাকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা এ সময় ট্রাক থেকে লাফিয়ে নেমে পালিয়ে আত্মরক্ষা করেছি।’
পাটগ্রাম থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের নাম পরিচয় পরে জানানো হবে।’
নিউজবাংলাদেশ.কম/আরআই/এফই
নিউজবাংলাদেশ.কম