সিএনজিতে গণডাকাতি: ছুরিকাহত ৩, অপহৃত ২ কিশোরী
জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী নামক স্থানে সাতটি সিএনজি চালিত অটোরিকশায় গণডাকাতি হয়েছে। এ ঘটনায় চারজন ছুরিকাহত হয়েছেন।
আজ বুধবার পৌনে আটটার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা দুই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত ও অপহৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
অটোরিকশা চালক আবুল মিয়া জানান, রাতে ৮/১০ জনের মুখোশ পরিহিত একটি সশস্ত্র ডাকাতদল নাসিরনগর উপজেলা সদরগামী আটটি ও নাসিরনগর থেকে ছেড়ে আসা বিশ্বরোডগামী তিনটি অটোরিকশা থামিয়ে গণডাকাতি করে। ডাকাতরা সিএনজি অটোরিক্শার যাত্রীদের ছুরিকাঘাত করে। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় অটোরিকশায় থাকা দুই কিশোরীকে ডাকাতরা অপহরণ করে নিয়ে যায় বলে জানান আবুল মিয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ সিএনজি অটোরিকশায় গণডাকাতির বিষয়টি স্বীকার করলেও দুই কিশোরী অপহরণের ঘটনাটি ঠিক নয় বলে জানান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম