বিভাগ হচ্ছে ৩ জেলা, ফেনী নিয়ে সংশয়
ঢাকা : বৃহত্তর ফরিদপুর, ময়মনসিংহ ও কুমিল্লা জেলাকে বিভাগ করা হচ্ছে। জাতীয় সংসদে আজ জাপার সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদেও সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফেনী নিয়ে সমস্যা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফেনীতে জঙ্গিনেত্রীর উত্থানের কারণে চট্টগ্রাম বা কুমিল্লার কেউই জেলাটিকে নিতে চায় না। কিন্তু এ ব্যাপারে ফেনীবাসীর তো কোনো দোষ নেই। প্রধানমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন, ফেনীকে আমরা কোন দিকে দেব?
তিনি জানান, একটি বিভাগ হবে বৃহত্তর ময়মনসিংহ নিয়ে। বৃহত্তর ফরিদপুর নিয়ে হবে আরেকটি বিভাগ। লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাক্ষ্মণবাড়িয়া নিয়ে হবে আরেক বিভাগ।
শেখ হাসিনা বলেন, ফেনীর ব্যাপারে আলোচনায় যেতে হবে। তবে ভৌগোলিক অবস্থা বিবেচনা করলে বলা যায়, কুমিল্লা থাকলেই ভালো হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্ব শুরু হওয়ার আগে আজ বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
নিউজ বাংলাদেশ২৪.কম/এসটি/এটিএস
নিউজবাংলাদেশ.কম