‘আইভি কীভাবে গাড়িতে জাতীয় পতাকা ওড়ান?’
ঢাকা: কেবিনেটের সিদ্ধান্ত ছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভি রহমান তার গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের সাহস পান কি করে? এভাবে যে কেউ পতাকা ব্যবহার শুরু করলে পতাকার সম্মান ভূলুণ্ঠিত হবে। এ মন্তব্য করেছেন এমপি ডা. রুস্তম আলী ফরাজী।
বুধবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে এপ্রশ্ন তোলেন স্বতন্ত্র এমপি ডা. রুস্তম আলী ফরাজী। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নত্তোরপর্ব শেষে দৈনন্দিন কার্যসূচিতে যাওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে তার সঙ্গে একই প্রশ্ন তোলেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান।
এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ডা. ফরাজী বলেন, জাতীয় পতাকাবিধিতে উল্লেখ আছে কে কে গড়িতে-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। তিনি প্রশ্ন তোলেন, মেয়রের পদকে কি প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে?
তিনি আরো জানান, এ ব্যাপারে সরকারি নির্দেশনা স্পষ্ট করা না হলে কাল থেকে ইউপি ও উপজেলা চেয়ারম্যানরাও জাতীয় পতাকা ব্যবহার শুরু করবে। এমপিরাও বাদ থাকবে না।
শামীম ওসমান বলেন, একজন জঙ্গিনেত্রী হরতাল-অবরোধের নামে দেশে নাশকাতা সৃষ্টি করছে। সে কীভাবে নিজের আসনের পেছনে দলীয় পতাকার সঙ্গে জাতীয় পতাকা রেখে বিদেশিদের সঙ্গে বৈঠক করেন? জাতীয় পতাকাবিধি মানা হলে কোনো মেয়র কোনো জঙ্গিনেত্রী এভাবে জাতীয় পতাকার অবমাননা করতে পারতেন না।
তিনি জাতীয় পতাকা ব্যবহারে পতাকা বিধি কঠোরভাবে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। না হলে খালেদা ও আইভীরা ইচ্ছেমতো জাতীয় পতাকা ব্যবহার করার সাহস পাবে।
নিউজ বাংলাদেশ২৪.কম/এসটি/এটিএস
নিউজবাংলাদেশ.কম