News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০০, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২১:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২০

কোকোর চেহলাম

গুলশান কার্যালয়ে কোরআন খতম, দোয়া

গুলশান কার্যালয়ে কোরআন খতম, দোয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে গুলশান কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও বুধবার বাদ আছর দোয়া মাহফিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি এমএম আশরাফুল আলম। পরে মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডা আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কোরআন খতম দিতে কার্যালয়ে ঢোকেন ছয় জন হাফেজ। কার্যালয়ের সামনে থাকা পুলিশ ছয় হাফেজের নাম ঠিকানা লিখে রেখে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে দলীয় সঙ্গীদের নিয়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। বাইরের কাউকে ভেতরে ঢুকতে এবং ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের রাষ্ট্রদূত দেখা করার পর বুধবার ৬ হাফেজকে কার্যালয়ে ঢুকতে দেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়