পঞ্চগড়ে বাস-ট্রাকে পেট্রোল ঢেলে আগুন
পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাস ও একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার সুমন ইসলাম (২৪) ও ট্রাকের মালিক শওকত আলী (৪৫) আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে পুলিশ দুর্বৃত্তকারীদের শনাক্ত ও আটক করতে পারেনি।
স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে বোদা উপজেলার বগদুলঝুলা বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাইবান্ধাগামী বিআরটিসি বাস ও ১ টি ট্রাকে (ঢাকা মেট্রো ট -১১-৫৮৯১) পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে বিআরটিসি বাসের জানালাসহ ভেতরের অংশ এবং ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এ ঘটনার পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রাকের ড্রাইভার সুমন ইসলাম জানান, আমরা ট্রাকের ভিতরেই ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ৩ টায় আগুনের তাপে আমরা জেগে দেখি ট্রাকের চারদিকে আগুন। আগুনের ভেতর থেকে আমরা লাফ দিয়ে বের হয়ে চিৎকার করে লোকজনদের ডাক দেই । এ সময় চার-পাঁচ জন মুখোশ পড়া অস্ত্রধারী যুবক দুইটি মোটর সাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাস ও ট্রাকে আগুন দিয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে আতঙ্কিত হবার কিছু নেই। আমরা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এলআর/এফই
নিউজবাংলাদেশ.কম