বুধবার কোকোর চেহলাম
বুধবার বেগম খালেদা জিয়ার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম ।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের এই অনুষ্ঠানের কথা জানিয়েছেন। বেগম জিয়ার সঙ্গে দুই মাস ধরে তার কার্যালয়ে অবস্থানরত মারুফ কামাল টেলিফোনে সাংবাদিকদের এই চেহলাম অনুষ্ঠানের কথা জানান।
চেহলাম অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, “সকাল থেকে কুরআনখানি এবং এরপর বাদ আসর দোয়া মাহফিল হবে।” বিএনপি চেয়ারপারসন সারাদেশে দলের নেতা-কর্মীদের আরাফাতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানিয়েছেন বলে জানান মারুফ কামাল।
আরাফাত রহমান মুদ্রা পাচারের মামলায় দণ্ড নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি মারা যান।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান করার সময়ে বেগম জিয়া ছেলের মৃত্যুর খবর পান। গত ২৭ জানুয়ারি আরাফাতের লাশ দেশে এলে কার্যালয়ে থেকেই তিনি ছেলেকে শেষ বিদায় জানান।
পরে, আরাফাত রহমানের লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।
নিউজবাংলাদেশ.কম