News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১৭:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

আনু মুহাম্মদ

পুলিশ বা র‌্যাব বিশ্বাসযোগ্য নয়

পুলিশ বা র‌্যাব বিশ্বাসযোগ্য নয়


ঢাকা: আজ মঙ্গলবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, পুলিশ বা র‌্যাব বিশ্বাসযোগ্য নয়। আমি তাদের বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড  যে স্থানে, যে সময়, যেভাবে হয়েছে-এটা বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষকে আলোড়িত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি হাসান তারেক,  সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সভাপতি অমল আকাশ, অধ্যাপক ডা. জামিলা লুৎফা, বাম মোর্চা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণতন্ত্রী বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি হাসান তারেক বলেন, ‘‘অভিজিৎ হত্যার অভিযোগে যাদেরকে ধরা হয়েছে, এখানেই শেষ নয়। আরও যারা আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’’

এদিকে আজ  বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (ইএইডি) আয়োজিত সমাবেশে আবু মোহাম্মদ ইউসুফ বলেন, ১৯৭১ সালে আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছিলো, একইভাবে মৌলবাদী গোষ্ঠী আমাদের মুক্তমনা মানুষদের হত্যা করছে।

সরকারের উদ্দেশে তিনি বলনে, আপনি যদি আগামীতে বাংলাদেশকে একটি উন্নতদেশে পরিণত করতে চান। তাহলে এই হত্যার বিচার করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ডা. রকিবুল ইসলাম, ডা. শাকিল আক্তার, কৃষিবিদ শ্যামল বিশ্বাস, প্রকৌশলী অসিম কুমার রায়, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী সহ অন্য নেতৃবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়