চলতি সপ্তাহেই আসতে পারে এফবিআই
ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত সহায়তায় চলতি সপ্তাহেই দেশে আসতে পারে এফবিআই (ফেডারেল বুরো অব ইনভেস্টিগেশন)।
মঙ্গলবার দুপুরে নিজের দপ্তরে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য জানান। তবে এ সময় তিনি বলেন, ‘এফবিআই সদস্যরা চলতি সপ্তাহেই ঢাকা আসতে পারে বলে আমরা শুনেছি। তবে এখনো তারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি। এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উগ্রপন্থি ব্লগার ফারাবী শফিউর রহমানকে গ্রেফতার করে র্যাব ১০।
এদিকে চিকিৎসার জন্য অভিজিতের স্ত্রী বন্যা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করতে পারেন বলে জানিয়েছেন অবিজিতের বাবা অজিত রায়। তবে বন্যার ‘ব্যক্তিগত গোপনীয়তার’ দিক বিবেচনা করে তার যাত্রার বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয় অভিজিতের।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম