News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪০, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫১, ৩১ জানুয়ারি ২০২০

ফারাবীর ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

ফারাবীর ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক ড. অভিজিৎ রায় হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি শফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেয়ারে আবেদন জানাবে পুলিশ।

বুধবার বেলা ২টা পর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে রিমান্ড চাইবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি।

ডিবির সহকারী কমিশনার ইফতেখার নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চত করেছেন।

উল্লেখ্য, সোমবার ভোর ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব-১০-এর একটি দল। এসময় ফারাবী ঢাকা ছেড়ে যাত্রাবাড়ী হয়ে চট্টগ্রাম রওনা দিচ্ছিলেন।

আটকের পর ওইদিন বিকেলেই ফারাবীকে অভিজিৎ হত্যা মামলার তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ফারাবীকে আটকের পর সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, অভিজিৎ রায়কে হত্যার দুই ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুনের দায় স্বীকার করে আনসার বাংলা সেভেন নামে একটি সংগঠন। এর প্রেক্ষিতে অভিজিতের ফেসবুক পর্যালোচনা করে দেখা যায় শফিউর রহমান ফারাবী নামে এক যুবক তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই মধ্যে অভিজিতের বাবা দাবি করেন দেড় বছর ধরে ফেসবুকে তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে আসছিল শফিউর রহমান ফারাবী। গত এক বছর আগের ফারাবীর ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়, ফারাবী তার মান্নান রাহী নামক এক ফেসবুক ফ্রেন্ডকে বলে, ‘অভিজিৎ আমেরিকায় থাকে। তাকে এখন হত্যা করা সম্ভব নয়। তবে সে যখন দেশে আসবে তখনই তাকে হত্যা করা হবে।’

উল্লেখ্য, বইমেলায় বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক। বইমেলায় গত বৃহস্পতিবার রাতে একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। এসময় টিএসসি মোড়ে রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা। তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা দেশটির দুতাবাস।

নিউজবাংলাদেশ.কম/ এনএইচ/ এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়