News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৫, ৩ মার্চ ২০১৫
আপডেট: ০৯:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ধর্মঘট শেষে গাছ থেকে নামতেই আটক মজু

ধর্মঘট শেষে গাছ থেকে নামতেই আটক মজু

ঢাকা: চলমান সহিংসতা বন্ধের দাবিতে গাছের ওপর অবস্থান ধর্মঘট শেষে নামার পরে জালাল উদ্দিন মজুমদার মজুকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা হৃদয় নামে আরও একজনও আটক হয়। তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামেন কড়ই গাছে ‘অভিনব’ প্রতিবাদ জানাতে হারিকেন নিয়ে ওঠেন মজু। তারপর টানা ২৪ ঘণ্টা অবস্থান করেন সেখানে। মঙ্গলবার নামার পরেই জাতীয় মুক্তি আন্দোলনের এ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তার কয়েকজন অনুসারি। তবে নেতাকে আটকের পরপরই বাকি অনুসারীরা পালিয়ে যায়।
হারিকেন নিয়ে মাথায় জাতীয় পতাকাসহ গাছে অবস্থান করেন মজু। গাছের সঙ্গে শেকল দিয়ে হাত বাঁধেন তিনি। এক হাতে একটি হ্যান্ডমাইকও ছিলো। গাছে ঝোলানো ছিলো ‘ক্রসফায়ার, পেট্রোল বোমা, হরতাল-অবরোধ’ বন্ধের দাবি সম্বলিত ব্যানার।দুই নেত্রীকে একটেবিলে বসে সমাধানেরও দাবি তোলেন তিনি।
গাছে অবস্থানকালে কিছুক্ষণ পর পর হ্যান্ড মাইকে নিজের দাবি জানাতে থাকেন এ বৃদ্ধ। ওপর থেকে নিজের জীবন বৃত্তান্ত লেখা লিফলেটও ছিটিয়ে দেন বেশ কয়েকবার।
গাছে অবস্থানকালে নিচেই তার কয়েকজন অনুসারী জাতীয় পতাকা বেঁধে রাতভর অবস্থান করেন। তবে মজুকে আটকের পরে তার বাকি অনুসারিরা তাৎক্ষণিক স্থান ত্যাগ করে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়